সারা দেশে চালের বাজার নিয়ে সাড়াশি অভিযান চলেছে। এরই মধ্যে অনেক জায়গায় অবৈধ মজুদ পাওয়া গেছে। ফলে চালের দাম নিম্ন গতিতে রয়েছে। নিয়ন্ত্রণে এসেছে বলা যাবে না। কোথায় কী পরিমাণ বৈধ এবং অবৈধ মজুদ আছে তার তথ্য পাওয়া যাচ্ছে। বলছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রোববার (৫ জুন) সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ দাবি করেন।
তিনি আরও বলেন, চালের দাম কমতে শুরু করেছে, তবে কবে কমবে সেটা এখনই বলা যাচ্ছে না। আগামীকাল খাদ্যের সবচেয়ে বড় পরিসরের পর্ষদের সভা। সেখানে আর কী কী পদক্ষেপ নেয়া যায় সে ব্যাপারে আলোচনা হবে। আর বড় বড় প্রতিষ্ঠানের সংশোধনের বিষয়টি তাদের বিবেকের ব্যাপার।