সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টায় রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াত কমিশনারের মেয়ে অ্যাডভোকেট আইরিন মাহবুব।
গত ১ জুলাই থেকে ইউনাইটেড হাসপাতালে নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন মাহবুব তালুকদার। মাঝে দেশের বাইরে নিতে চাইলেও শারীরিক অবস্থা খারাপ হওয়ায় নেওয়া সম্ভব হয়নি।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারিতে মাহবুব তালুকদার কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কর্তৃক নিয়োগ পান। দায়িত্ব পালনের সময় ভোটে অনিয়ম, কারচুপি সংক্রান্ত ইস্যু নিয়ে নিজের অবস্থান তুলে ধরে বক্তব্য রেখে আলোচনায় ছিলেন তিনি।