সংযোগ সড়ক না থাকায় অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ৯১ কোটি ব্যয়ে নির্মিত ১৭টি সেতু ও কালভার্ট। সেতু নির্মিত হয়েছে ৫ বছর আগে । তবে সংযোগ সড়ক নির্মিত হয়নি এখনও। ফলে যাতায়াতে স্থানীয়দের ভোগান্তি কমেনি। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছেন প্রকল্পে কিছু ত্রুটি থাকায় এমটি হয়েছে।
সুনামগঞ্জ জেলার দূর্গম উপজলা শাল্লার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিলো শাল্লা থেকে দিরাই পর্যন্ত সড়ক ও সেতু নির্মাণের। ২০১০ সালে দিরাই-শাল্লা সড়ক নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে না হয়ে কাজ শুরু হয় ২০১১ সালে। ২০১৭ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় প্রকল্পটি অসমাপ্ত থেকে যায়। সংযোগ সড়ক ছাড়াই নির্মাণ করা হয় ১৭ টি সেতু ও কালভার্ট।
স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের ৫ বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি সংযোগ সড়ক। ইতিমধ্যে এসব সেতু ও কালভার্টের ছয়টি ধসে পড়েছে। যেগুলো টিকে আছে সেগুলোও ব্যবহার করা যাচ্ছে না সংযোগ সড়ক না থাকায়।
স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম স্বীকার করেন অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে সেতুগুলো।
অসমাপ্ত কাজ শেষ করতে এখন আরেকটি প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।