মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইলে গতকাল দিনব্যাপী প্রায় চারশতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া। শ্রীকাইল গ্রামের প্রয়াত আনন্দ মোহন রায়ের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডাঃ প্রিয়োতুশ চন্দ্র ভৌমিকের বাড়িতে এই স্বাস্থ্য সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাঃ সুকান্ত ভৌমিক (এমবিবিএস-ঢাকা, মেডিসিন,ডায়াবেটিক, চর্ম ও যৌন, হৃদরোগ, হাঁপানি, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ) এবং ডাঃ অনন্যা সাহা (এমবিবিএস, মেডিসিন, গাইনী এন্ড অবস, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ)।
প্রিয়োতুশ চন্দ্র ভৌমিক জানান, প্রয়াত আনন্দ মোহন ভৌমিকের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ভাগিনা ডাঃ সুকান্ত ভৌমিক ও ভাগিনার স্ত্রী ডাঃ অনন্যা সাহা শ্রীকাইল ও আশেপাশের এলাকার প্রায় চারশতাধিক মানুষ কে স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদান করেছেন। এতে এলাকার অনেকেই উপকৃত হবেন। আগামীতেও এই ধরনের স্বাস্থ্য সেবা কর্মসূচি আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।