রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন

শিক্ষার্থী ভর্তিতে প্রাক-নির্বাচনি পরীক্ষা নিচ্ছে বুয়েট

নিজস্ব প্রতিবেদক
আপডেট : অক্টোবর ২০, ২০২১

এবার শিক্ষার্থী ভর্তিতে প্রাক-নির্বাচনি পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুধবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একঘণ্টা প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত আরও এক শিফটে বাছাই পরীক্ষা নেওয়া হবে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার একইভাবে দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দুই দিনের চার শিফটের এই প্রাক-নির্বাচনি পরীক্ষায় ১৮ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার শিক্ষার্থী বাছাই করা হবে। বাছাই পরীক্ষার্থীরা আগামী ৬ নভেম্বর চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবে।

বুয়েট কর্তৃপক্ষ জানায়, কারোনার কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়নি। সাবজেক্ট ম্যাপিংয়ের ভিত্তিতে মূল্যায়নের মাধ্যমে ফলাফল দেওয়া হয়েছে। সে কারণে নিশ্চিতভাবে মেধাবী শিক্ষার্থী খুঁজে বের করতে বাছাই পরীক্ষা নেওয়া হচ্ছে।

পরীক্ষার বিষয়ে বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার সাংবাদিকদের বলেন, ‘কোভিড চলে গেলেও দুই লেয়ারের ভর্তি পরীক্ষা চলবে। ৮৫ শতাংশ শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। যারা টিকা নেয়নি তাদের ১৩ নভেম্বরের পর স্পেশাল ব্যবস্থাপনায় টিকা দেওয়া হবে। ১৩ নভেম্বরের পর ৪ সপ্তাহের মধ্যে টিকা দেওয়া হলে হল খোলা হবে। এরপর শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আর ১৩ নভেম্বর অনলাইনে ক্লাস শুরু হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ