চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় এক কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। তার কাছ থেকে বিদেশি মদ, একাধিক মোবাইল সেট ও সিগারেট জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম সুলতান মাহমুদ জানান, বৃহস্পতিবার (চৌঠা আগস্ট) সকাল সাতটায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রী মিজানুর রহমানের ব্যাগ থেকে ৬টি স্বর্ণের বার, ১২টি সোনার চুড়ি এবং ১২টি লকেট উদ্ধার করা হয়। সবগুলোর ওজন ৯৯৯ গ্রাম।
এছাড়াও বিদেশি মদ, বিয়ার, সিগারেট ও ১৯টি আইফোন উদ্ধার করা হয়। সব পণ্যের আনুমানিক মূল এক কোটি টাকা। মিজানুরের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে শুল্ক গোয়েন্দারা।