ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে শুক্রবার (৮ জুলাই) সকালে নিজ বাসাতেই মারা যান শর্মিলী আহমেদ। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। অবশেষে ঝলমলে অভিনয় জীবনের ইতি টেনে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
দেশের সিনেমা ও নাট্যাঙ্গনে বরেণ্য এই অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি মায়ের চরিত্রে অভিনয় করেই বেশি সাফল্য পেয়েছেন। এজন্য অভিনয় জগতের ‘মা’ বলে অভিহিত করা হয় তাকে।
১৯৪৭ সালে জন্ম নেয়া এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে। ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তীতে ছোট পর্দার মা, দাদী কিংবা ভাবীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে শক্তিশালী অবস্থান তৈরি করে নেন।
এ পর্যন্ত প্রায় চারশ নাটক ও দেড়শ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।