রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারকে অভিযোগের জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। আগামী বছরের ২৪ এপ্রিলের মধ্যে মিয়ানমারকে জবাব দিতে হবে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)।
এদিকে গত ২২ জুলাই মামলা নিয়ে মিয়ানমারের আপত্তি নাকচ করে দেন আন্তর্জাতিক এই আদালত। জানান, মামলাটি বিচার করার এখতিয়ার রয়েছে এ আদালতের।
যদিও এর আগেও মামলাটি নিয়ে আপত্তি তুলেছিলো মিয়ানমার সেই আপত্তিও খারিজ করে দেয় আন্তর্জাতিক আদালত।
রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। তবে এই ইস্যুতে আইসিজের এখতিয়ার নিয়েই আপত্তি জানায় মিয়ানমার সরকার। গত ২২ জুলাই মিয়ানমারের আনা আপত্তি খারিজ করে দেয় আন্তর্জাতিক বিচার আদালত।