মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

রাশিয়ায় করোনায় একদিনে ৩৯,৬৫৮ জন আক্রান্ত, ৭৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৩০, ২০২২
IVANOVO, RUSSIA Ц JULY 20, 2021: An ambulance seen by the entrance to the admission unit of a facility treating people who suffer from the novel coronavirus disease (COVID-19), at Ivanovo City Hospital No 4. Since the start of the pandemic, the Ivanovo Region has confirmed 40,148 cases of COVID-19. Vladimir Smirnov/TASS –осси€. »ваново. ѕриемный покой ковидного госпитал€ городской клинической больницы є 4. ѕо состо€нию на 20 июл€ 2021 года в »вановской области зарегистрированы 40148 случаев заболевани€ коронавирусной инфекцией, за сутки вы€влено 108 новых случаев. ¬ладимир —мирнов/“ј——

রাশিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৯ হাজার ৬৫৮ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে, এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৯৪ লাখ ৪৫ হাজার ৫৮১ জন। করোনাভাইরাস সংকট বিরোধী কেন্দ্র সোমবার একথা জানায়।একদিন আগে এই আক্রান্তের সংখ্যা ছিল ৪৬ হাজার ৮৫৭ জন।
রাশিয়ায় গত একদিনে কোভিড আক্রান্ত প্রায় ১,৯৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যা আগের দিন থেকে ১৫ শতাংশ কম।
হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩০টি অঞ্চলে বৃদ্ধি পেয়েছে এবং ৪৯টি অঞ্চলে হ্রাস পেয়েছে। ছয়টি অঞ্চলে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। একদিন আগে ২,৩৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত একদিনে রাশিয়ায় কোভিড মুক্ত হয়েছে ২৪ হাজার ৮৯০ জন, এ নিয়ে কোভিডমুক্ত লোকের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৫২ হাজার ৮৫১ জন। একদিন আগে করোনা মুক্ত হয়েছে ২৮ হাজার ২২৩ জন।
মস্কোর গত একদিনে কোভিড আক্রান্ত হয়েছে ৫ হাজার ১৫৭ জন, ্একদিন আগে এই সংখ্যা ছিল ৬ হাজার ৪৫১ জন। এ নিয়ে মস্কোয় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ লাখ ১৬ হাজার ১৮২ জন।
গত একদিনে সেন্ট পিটার্সবার্গে কোভিড আক্রান্ত বেড়েছে ৩ হাজার ৮৪২ জন, এর একদিন আগে আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ২৬৯ জন, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫১ হাজার ৬৮১ জন।
এন্ট্রি করোনাভাইরাস ক্রাইসিস সেন্টার মঙ্গলবার জানায়, গত একদিনে করোনায় ৭৭ জনের মৃত্যু হয়েছে, একদিন আগে করোনায় ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাশিয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৪ হাজার ১৬০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ