এবার রাশিয়া থেকে স্বর্ণ আমদানি নিষিদ্ধ করল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডা। এখন থেকে নতুন করে আর রুশ মূল্যবান ধাতুটি আনবে না এই চার দেশ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় রাশিয়াকে অনবরত কোণঠাসা করার প্রচেষ্টা হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (২৬ জুন) ব্রিটিশ সরকার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। আজ জার্মানিতে গ্রুপ অব সেভেন নেতাদের বৈঠকের আগে এই বিবৃতি দেয়া হয়।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও কানাডার এই নিষেধাজ্ঞা শিগগিরই কার্যকর হবে। রাশিয়ার নতুন খনি থেকে উত্তোলন করা এবং পরিশোধন করা-উভয় স্বর্ণের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।
তবে কিছুদিন আগে আমদানির অর্ডার দেয়া রাশিয়ার স্বর্ণ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। গত বছর ১২ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড মূল্যের স্বর্ণ রপ্তানি করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ। পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবে অর্থনেতিক ক্ষতির পরিমাণ কাটিয়ে উঠতে সম্প্রতি বুলিয়ন মার্কেট (যেখানে সোনা, রূপা কেনাবেচা হয়) কিনেছে তারা।
বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, আজ আমরা যে পদক্ষেপের ঘোষণা দিয়েছি, তা রাশিয়ার সাম্রাজ্যবাদী নীতিতে আঘাত করবে। এছাড়া পুতিনের যুদ্ধ মেশিনের কেন্দ্রে আঘাত হানবে।
তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ চালাতে পুতিনের অর্থ প্রাপ্তির জায়গাগুলো বন্ধ করা দরকার। যুক্তরাজ্য ও আমাদের মিত্ররা আপাতত সেই চেষ্টা করছে।