রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

রাজধানীতে ১৭ জুলাই থেকে বসছে পশুর হাট

নিজস্ব প্রতিবেদক
আপডেট : জুলাই ১২, ২০২১

দেখতে দেখতে চলে এলো কোরবানীর ঈদ। আর মাত্র কয়েক দিন পরই বযে যাবে ঈদের আমেজ। তবে এখন থেকেই শুরু হয়েছে ঈদ নিয়ে নানা ভবনা। বিশেষ করে পশুর হাট। এবার ঢাকায় কোরবানির হাট শুরু হবে আগামী ১৭ জুলাই। চলবে ২১ জুলাই পর্যন্ত।

সোমাবার ( ১২ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক বিষয়টি জানিয়েছেন।

মো. মোজাম্মেল হক বলেন, ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ১৭ জুলাই থেকে ২১ জুলাই ৫দিনব্যাপী মোট ১৯টি পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১টি স্থায়ী ও ৯টি অস্থায়ী পশুর হাট বসবে। ডিএসসিসি এলাকায় বসবে ৯টি হাট।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গরু ব্যবসায়ী ও দোকান মালিকদের কথা বিবেচনা করেই ঈদের সময় চলমান বিধি-নিষেধের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। সোমবার (১২ জুলাই) স্বারাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ডিএনসিরি যেসব এলাকায় কোরবানির হাট বসবে-
১. বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাব নগর), ব্লক-ই, সেকশন-৩ এর খালি জায়গা।
২. কাওলা শিয়াল ভাঙ্গা সংলগ্ন খালি জায়গা।
৩. ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজ সংলগ্ন, মণ্ডল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পার্শ্বের খালি জায়গা।
৪. মিরপুর সেকশন-৬, ওয়ার্ড-৬, ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা।
৫. উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গা।
৬. উত্তরা ১৭ সেক্টরের বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা।
৭. ভাটারা (সাইদ নগর) অস্থায়ী পশুর হাট।
৮. মোহাম্মদপুর বছিলাস্থ ৪০ ফুট সড়ক সংলগ্ন রাজধানী হাউজিং, স্বপ্নধারা হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা।
৯. ৪৩ নম্বর ওয়ার্ডের, ৩০০ ফুট সড়ক সংলগ্ন উত্তর পাশের সালাম স্টিল লিমিটেড ও যমুনা হাউজিং কোম্পানি এবং ব্যক্তি মালিকানাধীন খালি জায়গা।
১০. মিরপুর গাবতলী পশুর হাট (স্থায়ী)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ