বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে হামলায় নিহত ৬

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ৫, ২০২২
যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে হামলায় নিহত ৬

যুক্তরাষ্ট্রের শিকাগোয় (ইন্ডিপেন্ডেন্স ডে) স্বাধীনতা দিবসের প্যারেডে গুলিবর্ষণে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনের বেশি। এদের মধ্যে ২৪ জনের অবস্থা গুরুতর। হামলাকারী যুবক রবার্ট ই ক্রিমোকে আটক করেছে পুলিশ। খবর: ইউএসএ টুডে

স্থানীয় সময় সোমবার (৪ জুলাই) সকালে শিকাগো শহরের উপকণ্ঠে হাইল্যান্ড পার্কে হতাহতের এই হামলা হয়।

স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, সকাল ১০টায় স্বাধীনতা দিবসের শোভাযাত্রা শুরুর ১৫ মিনিট পর একটি স্থাপনার ছাদ থেকে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু হয়। আতঙ্কিতদের হুড়োহুড়ির মধ্যেই ঘটনাস্থল থেকে পালায় হামলাকারী।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কমপক্ষে ৩০ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, হামলায় উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র ব্যবহার করা হয়েছে। ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে হামলার পরপরই ২২ বছর বয়সী রবার্ট ই ক্রিমো নামে একজনের ছবি প্রকাশ করে তাকে ধরিয়ে দেয়ার আহ্বান জানানো হয়। পরে নর্থ শিকাগোয় ট্রাফিক সিগন্যালে তাকে দেখা যায়। কয়েকজন তাকে চিনে ফেলায় গাড়ি ফেলে পালায় সে। এরপর পুলিশের অভিযানে লেক ফ্রস্ট এলাকায় আত্মসমর্পণ করে হামলাকারী ক্রিমো।

গুলিবর্ষণে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নানা বাধা সত্ত্বেও জননিরাপত্তা নিশ্চিতে অস্ত্র আইন কঠোর করার প্রত্যয় জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ