পদ্মা সেতুর জাজিরা প্রান্তের শিবচরে শেখ হাসিনা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের নকশা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে।
বুধবার (২৫ মে) গণভবনে এ নিয়ে বৈঠকে সরকার প্রধানকে প্রকল্পের নকশার বিভিন্ন বিষয় অবহিত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনাও দেন।
বৈঠকে, ঢাকার শের-ই-বাংলা নগরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ, কনজারভেশন অব ফ্লাড ফ্লো জোন অ্যাট তুরাগ রিভার এন্ড কম্প্যাক্ট টাউনশিপ ডেভেলপমেন্ট এবং কেরানিগঞ্জে ওয়াটার ফ্রন্ট স্মার্ট সিটি নির্মাণ প্রকল্পের নকশার বিষয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
প্রকল্পগুলো যথাসময়ে শেষ করতে তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন প্রকল্পের ডামি নকশাগুলো দেখে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পরে, জাতীয় সংসদ ভবনে সংসদ সচিবালয় কমিশনের ৩৩তম সভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।