মুরাদনগরে জাহাঙ্গীর আলম সরকারের সৌজন্যে ১২ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
মোঃ আঃ আলীম( মুরাদনগর প্রতিনিধি)
কুমিল্লার মুরাদনগরে ১২ হাজার অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উত্তর ত্রিশ গ্রাম থেকে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। উপজেলার ২২ ইউনিয়নের দরিদ্র পরিবারগুলো চিহিৃত করে আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের সৌজন্যে প্রধানমন্ত্রীর এই উপহারসামগ্রী বিতরণ করছেন তিনি। প্রথম দিনে প্রায় ৬শ পরিবারকে ঈদ উপহারের প্যাকেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন আওয়াল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাঙ্গরা পূর্ব ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, রামচন্দ্রপুর উত্তর ইউপি চেয়ারম্যান ইকবাল সরকার, মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হারুনুর রশিদ, টিএনটি মকবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সুধন মিয়া সরকার, বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আকরাম হোসেন, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জাকারিয়া সরকার, মোঃ আল-মামুন, শ্রমিকলীগ নেতা খোকন মিয়া, ইদ্রিস মিয়াসহ প্রমুখ।