রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত হলেন সাবেক নির্বাচন কমিশনার, সাহিত্যিক ও বীর মুক্তিযোদ্ধা মাহবুব তালুকদার। এর আগে শুক্রবার (২৬শে আগস্ট) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পর তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আওয়াল, ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলামসহ বিশিষ্টজন ও সাধারণ মানুষ। জানাজা শেষে তার মরদেহে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। সকল আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
২৪শে আগস্ট দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।