পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মধ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে আঞ্চলিক কানেক্টিভিটি বাড়লে সহযোগিতার নতুন পথ উন্মুক্ত হবে।
শুক্রবার (১৬ জুলাই) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে এক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন বলেন, মধ্য ও দক্ষিণ এশীয় অঞ্চলের দীর্ঘদিনের সাংস্কৃতিক ও নাগরিক বন্ধন রয়েছে। এই অঞ্চলের শিক্ষা, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়ের ভিত্তিতে সড়ক ও প্লেন যোগাযোগ প্রতিষ্ঠিত হতে পারে।
ড. মোমেন বলেন, বাণিজ্য প্রসার, দ্বিগুণ কর পরিহার, ভিসা সহায়তা নিয়ে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতার লক্ষ্যে দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দু’টি অঞ্চলের মধ্যে কানেক্টিভিটি সহযোগিতা বাড়লে নতুন পথ উন্মুক্ত হবে।
এসময় তিনি বিমসটেক ও বিবিআইএন উদ্যোগকে কানেক্টিভিটির উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
সম্মেলনে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস সম্মেলনে একটি ভিডিওবার্তা পাঠান। এতে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শভকাত মিরজিওয়েভসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বক্তব্য রাখেন।
তাসখন্দের সম্মেলনে ৪০টি দেশ থেকে ২৫০ প্রতিনিধি অংশ নেন।