ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আগের দিন যানজট ভোগ করে ঢাকা যেতে হতো। তারপর রাতে কোথাও থেকে সকালে হলে গিয়ে পরীক্ষা দিতে হতো। এরপর বাড়ি ফিরতেও ভোগান্তি। এ বছর ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে। তাকে নিয়ে ময়মনসিংহে এসেছি।
বলেন, নেত্রকোনা থেকে আসা সুজন নামে এক পরীক্ষার্থীর বড় ভাই।
তিনি বলেন, ময়মনসিংহে এসে আজ নিজের পরীক্ষা দেওয়ার কষ্টের কথা মনে পড়ছে। আমার যে কষ্ট হয়েছে তার কোনটিই আমার ছোট ভাই পায়নি।
সুজনের ভাইয়ের মতো সব পরীক্ষার্থীর অভিভাবকই খুশি নিজের এলাকায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায়। অভিভাবকদের পাশাপাশি খুশি পরীক্ষার্থীরাও।
দেশে প্রথমবারের মতো বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
করোনা ভাইরাস মহামারিতে পরীক্ষার্থীদের স্বাস্থ্যগত সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এবং যাতায়াতের ভোগান্তি লাঘবে এমন সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের (ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার স্থান নির্ধারন করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।
শুক্রবার (১অক্টোবর) সকাল ১১ টায় ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমদিনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ৭ হাজার ৮১২ জন পরীক্ষার্থী আসন বিন্যাস সাজানো হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা চলতি মাসের ২, ৯, ২২ ও ২৩ তারিখে অনুষ্ঠিত হবে। মোট ২২ হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী অংশ নেবে।
ফারিয়া নামে এক পরীক্ষার্থী বলেন, কোন ধরনের ভোগান্তি ছাড়াই আমরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করেছি।
শাখাওয়াত নামে আরেক পরীক্ষার্থী বলেন, পরীক্ষা অনেক ভালো হয়েছে। আশা করি চান্স পাবো।
বাকৃবির প্রক্টর প্রফেসর ড. মহির উদ্দিন জানান, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। ১৩টি অনুষদে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী পরীক্ষা নিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।