তিউনিসিয়ায় ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে ১৭ জন দেশে ফিরেছেন।
ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ তথ্য জানিয়েছে। ওই ১৭ অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে নিয়ে একটি ফ্লাইট গত বুধবার তিউনিসিয়া থেকে রওনা দিয়ে গতকাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
জানা গেছে, আইওএম ও বাংলাদেশ সরকারে যৌথ প্রচেষ্টায় তাদের দেশে ফেরত আনা হয়েছে।
ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর এসব বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে তিউনিসিয়া থেকে বাংলাদেশে পাঠানো আগে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তিউনিসিয়ায় তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা ও সেখান থেকে দেশে ফিরতে সব ধরনের সহযোগিতা করেছে আইওএম। বাংলাদেশে পাঠানোর আগে তাদেরকে নগদ অর্থ সহায়তাও দিয়েছে আইওএম, যাতে ঢাকার বিমানবন্দর থেকে তারা নিজ গন্তব্যে পৌঁছাতে পারে।