বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪৭ লাখ ৪২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আর প্রাণঘাতি ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ২৩ কোটি ১৪ লাখের ওপরে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা শনাক্ত হয়েছেন ২৩ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৯৮৭ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৪২ হাজার ৭৬২ জনের।
মারণঘাতি ভাইরাসটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মারা গেছেন ৬ লাখ ৮৭ হাজার ৭৪৬ জন। সেই সঙ্গে শনাক্ত হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ১ হাজার ৮৫৪ জন।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রতিবেশি দেশটিতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৬ লাখ ২৪ হাজার ৪১৯ জন। তবে মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে আছে ভারত। সেখানে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৬৫৮ জন।
মৃত্যুতে দ্বিতীয় এবং সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। ল্যাতিন আমেরিকার দেশটিতে শনাক্ত হয়েছেন ২ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৩০৪ জন। আর মারা গেছেন ৫ লাখ ৯৪ হাজার ২০০ জন।