বিশ্ববিদ্যালয়গুলোর আইন সংশোধন করে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এক্ষেত্রে সংশ্লিষ্ট আইনগুলো সংশোধনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আইন তৈরি করা হচ্ছে। আইনে এটা থাকবে, আইন অনুযায়ী তাদের ডোপ টেস্ট করা হবে। তাদের ভর্তির সময় মেডিকেল টেস্ট করা হবে, সেই টেস্টের মধ্যে এই ডোপ টেস্ট থাকবে।’
আজ (রোববার) সচিবালয়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২২’ উপলক্ষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। এসময় মন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রস্তাব পাঠানো হয়েছে, এটি কার্যকর করতে আরো কিছু অবকাঠামোগত উন্নয়ন করতে হবে’।
মিয়ানমারের সীমান্ত দিয়ে ইয়াবার প্রবেশ থামাতে সীমান্তরক্ষী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীমান্তে সেন্সর বসাতে চায় সরকার। মাদক ব্যবসার সঙ্গে জড়িত যেই থাকুক না কেন, কোনো ছাড় দেয়া হচ্ছে না। তারা যত শক্তিশালীই হোক, রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।