বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে আবারও ফিরছে জাতীয় দলের ব্যস্ততা। লাতিন আমেরিকা অঞ্চলে প্রস্তুতি শুরু করেছে দুই ফেভারিট আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা।
দুই দলের স্থগিতকৃত ম্যাচের কোনো সিদ্ধান্ত না হলেও আলাদা ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে তারা। আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। খেলাটি হবে প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে।
এবারের ফিফা উইন্ডোতে বাকি দুই ম্যাচ উরুগুয়ে, পেরুর বিপক্ষে। তবে এখনো পিএসজি ফুটবলাররা যোগ দেননি জাতীয় দলের ক্যাম্পে। মেসি, লিওনার্দো পারাদেস, আনহেল দি মারিয়ারা যোগ দেবেন মঙ্গলবার।
আরও পড়ুনঃ বাংলাদেশের ফুটবল এখনো বেঁচে আছে: ব্রুজন
ব্রাজিলও তাদের অনুশীলন শুরু করেছে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে। বোগোটায় চলছে এই ক্যাম্প। আগের উইন্ডোতে না পেলেও এবার ইংলিশ লিগে খেলা ফুটবলারদের পাবেন কোচ তিতে।
যাদের বেশিরভাগই যোগ দেবেন আজ। বোগোটা থেকে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ খেলতে কারাকাস যাবে সেলেসাওরা।