সুশাসন, বিনিয়োগ বৃদ্ধি ও রাজস্ব আদায় প্রস্তাবিত বাজেটের মূল চ্যালেঞ্জ। শনিবার (১১ জুন) রাজধানীর মতিঝিলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।
এফবিসিসিআই সভাপতি বলেন, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে জবাবদিহিতা এবং তদারকির মান উন্নয়নের জন্য সুস্পষ্ট দিক-নির্দেশনা জরুরী। বলেন, কর ব্যবস্থা সহজ ও ব্যবসা বান্ধব করা দরকার। পাশাপাশি রাজস্ব আদায়ের ক্ষেত্রে ইন্টেগ্রেটেড ও অটোমেশন প্রক্রিয়া নিশ্চিত করা প্রয়োজন।
এছাড়া ঘাটতি মেটাতে স্থানীয় ব্যাংকের পরিবর্তে সুলভ সুদে বৈদেশিক উৎস হতে অর্থায়নের প্রচেষ্টা নেয়ারও অনুরোধ জানান সংগঠনের সভাপতি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবার বাজেটের মোট আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এতে ঘাটতি ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা।