আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এদেশের হত্যা-ক্যু-ষড়যন্ত্র-দুর্বৃত্তায়ন, সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। গণতন্ত্র এবং গণতান্ত্রিক মূল্যবোধকে বিএনপি কখনো হৃদয়ে ধারণ এবং রাজনৈতিক কার্যক্রমে চর্চা করে না।
সোমবার (২২শে আগস্ট) বিএনপি নেতাদের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতিই হচ্ছে ষড়যন্ত্র ও চক্রান্ত। বিএনপি নেতারা তাদের চিরায়ত মিথ্যাচারের রাজনীতি অব্যাহত রেখে চক্রান্ত ও অপতৎপরতায় চালিয়ে যাচ্ছে। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও অন্তরে ১৫ই আগস্টের নির্মম-নিষ্ঠুর, পাশবিক মানসিকতা এবং ২১শে আগস্টের বর্বরতা।
তিনি বলেন, ঐতিহাসিকভাবেই বিএনপি স্বৈরতান্ত্রিক আচরণ এবং জঙ্গি-সন্ত্রাস ও প্রতিহিংসার রাজনীতিকে লালন করে আসছে। ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যখন বিশ্ব অর্থনীতিতে সংকট সৃষ্টি হয়েছে তখন এই বৈশ্বিক সংকটকে পুঁজি করে সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের মূলে রয়েছে ২১শে আগস্টের মাস্টার মাইন্ড খুনি তারেক রহমান ও তার দল বিএনপি।