শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে বাধা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ৩১, ২০২২

স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনী বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে বাধা দেবে না। রবিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবসের আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে, সভা সমাবেশ করছে, সংলাপে গেল না, সবকিছু মিলিয়ে রাজনীতি কোন পথে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনৈতিক কৌশল আছে, তারা নির্বাচনে আসবে কি আসবে না এটা তাদের বিষয়। তবে তারা রাস্তাঘাট বন্ধ করে জানমালের ক্ষতি করবে এটা আমরা করতে দেবো না।’

আসাদুজ্জামান কামাল বলেন, ‘বিএনপি নিয়মতান্তিকভাবে মিটিং, সভা, প্রচার করলে এগুলোতে আমাদের কোনো বাধা নেই। তবে প্রতিবন্ধকতা তৈরি করলে, জানমালের নিরাপত্তা ঝুঁকিতে ফেললে আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে থাকবে না। তাদের কাজ তারা করবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি জাতীয় প্রেসক্লাবের সামনে রোজ মিটিং করছে। এতে তো বাঁধা দেওয়া হচ্ছে না।’

তিনি বলেন, ‘বিএনপির ডাকে সারা দিয়ে এদেশের জনগণ আন্দোলনে নামবে কি নামবে না সেটা জনগণের ওপর নির্ভর করে। জনগণ যদি নামে, নামবে। জনগণ এটা নিশ্চিত দেশ এগিয়ে চলছে, আলোকিত হচ্ছে। সেখানে আর দেশের মানুষ কোনোদিনও অন্ধকারে ফিরে যাবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ