বিএনপি’র সাথে ছাত্রলীগের গতকালকের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগ এনে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৯২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত নামা ৭/৮ শো জনের নামে মামলা করেছে পুলিশ।
এসআই বিশ্বজিৎ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় গ্রেফতারকৃত ৪২ জনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে শফিকুল আলম তুহিন ও মহিলা নেত্রী রেহানা ঈসা রয়েছেন।
এদিকে, গতকালের এই ঘটনায় শুক্রবার সকালে মহানগর বিএনপি’র পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন করা হয়। কমিটির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, পুলিশের সহযোগিতা নিয়ে ছাত্রলীগ তাদের উপর হামলা করেছে আবার একই ঘটনায় পুলিশ বিএনপি নেতাকর্মীর নামে মামলা দিয়েছে।
এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক আমির এজাজ খান ও মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির।