বাংলাদেশে অ্যাস্থেটিক বিউটিফিকেশনের পথিকৃৎ বায়োজিন কসমেসিউটিক্যালস আরো বিস্তৃত পরিধিতে ও নতুন পরিসরে এখন বানানীতে বায়োজিনের নতুন ব্রাঞ্চের যাত্রা শুরু হলো।
শুক্রবার বিকেলে বানানীর ১১ নাম্বার রোডের সাউথ ব্রীজ সেন্টারের লেভেল ফোরে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নুতন এ ব্রাঞ্চের যাত্রা শুরু হয়। চট্রগ্রাম, রাজশাহী, সিলেটে এবং ঢাকার ধানমন্ডি, উত্তরা, শান্তিনগর, মিরপুর ওয়ারী ও বসুন্ধরা সিটি আউটলেটের পর বানানীতে বায়োজিনের দশম ব্রাঞ্চের উদ্বোধন হয়।
বায়োজিনের সর্বাধুনিক ও বিশ্বমানের স্কিনকেয়ার ট্রিটমেন্টের সঙ্গে বনানী আউটলেটে থাকছে, অভিজ্ঞ ডাক্তার, ট্রেইনড থেরাপিস্ট, নিরাপদ ও প¦ার্শপ্রতিক্রিয়া মুক্ত স্কিনকেয়ার ট্রিটমেন্ট। ডার্মাটোলজিস্ট স্বীকৃত কসমেটিকস এবং স্লিমিং সল্যুশনসহ ত্বক ও স্বাস্থ্যে সম্পর্কিত সকল সমস্যার সমাধান। নতুন ব্রাঞ্চের যাত্রা উপলক্ষ্যে বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল হক বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে স্কিনকেয়ার সম্পর্কে নিজেদের জ্ঞান বৃদ্ধি করা এবং বিশ্বব্যাপী সর্বস্তরের মানুষকে স্কিন সম্পর্কে যথেষ্ট সচেতন করা।