গত শুক্রবার (৯ জুলাই) এ খবর প্রকাশ হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে।
গাড়িটির নকশা করেছেন ব্রিটিশ ডিজাইনার থমাস হিদারউইক। ২০২৩ সালের মধ্যেই গাড়িটি বাজারে আনা হবে বলেও আশা করা হচ্ছে। তবে গাড়িটির ব্যাপারে সমালোচনা করতে ছাড়েননি সমালোচকরা। গাড়িটি বায়ুদূষণ রোধে সক্ষম এ কথা তারা কোনোভাবেই মানতে চাচ্ছেন না।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, থমাস হিদারউইক আরও কয়েকটি স্থাপত্য প্রকল্পে কাজ করেছেন। বিশেষ করে লন্ডনের নতুন ভার্সনের বাসের ডিজাইন তারই করা। তবে তিনি এই প্রথম গাড়ির ডিজাইন করেছেন বলে জানান।
বায়ুদূষণ রোধে সক্ষম গাড়িটির ডিজাইনার থমাস বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেন, ‘যখন আমি ডিজাইনার হিসেবে তৈরি হচ্ছি তখন গাড়ির ব্যাপারে মানুষের চিন্তাভাবনা তেমন ছিল না। তখন মানুষ ফোর্ড সিয়েরা কিংবা ফিয়াট পান্ডা গাড়ি ব্যবহার করতেন।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটির ভেতরে ঘরের মতো জায়গা রয়েছে। যা এর মালিককে বেশ আরাম দেবে।
করোনা পরিস্থিতির কারণে অনেকেই নিরাপদ দূরত্ব মেনে চলছে। বাসা ও অফিসে আমরা অনেকেই এটি মেনে চলছি। আমি মনে করছি, করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য সহায়তা করবে এই গাড়ি।’