শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

বাংলাদেশকে আরও ৪০ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৭, ২০২২
বাংলাদেশকে আরও ৪০ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র

করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে ফাইজারের আরও ৪০ লাখ টিকা উপহার দিতে পেরে গর্বিত যুক্তরাষ্ট্র। নতুন এই অনুদানের মধ্য দিয়ে দেশটি বাংলাদশকে এ পর্যন্ত ৬৮ মিলিয়ন বা ৬ কোটি ৮০ লাখেরও বেশি ডোজ টিকা সরবরাহ করেছে।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার (২৭ জুন) দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেইজে লেখা হয়েছে- ‘বাংলাদেশকে ফাইজার করোনাভাইরাস ভ্যাকসিনের আরও ৪ মিলিয়ন ‘রেডি টু ইউজ’ ডোজ অনুদান দিয়ে যুক্তরাষ্ট্র গর্বিত! এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অনুদানকৃত ভ্যাকসিনের মোট ডোজের সংখ্যা ৬৮ মিলিয়নেরও বেশিতে এসে পৌঁছলো যা বাংলাদেশ সরকারকে সারাদেশে টিকাদান ও বুস্টার ক্যাম্পেইন সম্প্রসারণ করতে এবং করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে। আমরা এখনও একসাথে লড়ে যাচ্ছি।’

উল্লেখ্য, সারা বিশ্বের সব দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের অনুদানকৃত করোনাভাইরাসের টিকার সর্ববৃহৎ গ্রহীতা বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ