বগুড়ার কাহালুতে প্রাইভেট কার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার (১৬ই জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দরগাহাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টগর আলী (৩০), তানসেন (৬০) ও আব্দুর রহমান (৩৫)। এছাড়া প্রাইভেট কারের চালকের পরিচয় জানা যায়নি। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাহালু থানার ওসি আম্বার হোসেন জানান, সকালে বগুড়া থেকে নওগাঁ অভিমুখি একটি পিকআপ ভ্যান কাহালু উপজেলার ক্যালারপুকুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের ৩জন মারা যান। এ সময় ২জন গুরুতর আহত হয়েছেন। আহতদেও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় আরো একজন মারা যান।