রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

ফতেহপুর কে.জি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচিত হলেন যারা

রিপোর্টারের নাম :
আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২২

ফতেহপুর কে.জি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচ
সরাসরি ভোটে নির্বাচিত হলেন যারা

আজ মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর)ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন শতবর্ষী ফতেহপুর কে.জি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন টান টান উত্তেজনায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষিত হয়েছে। স্কুলটির অভিভাবকদের সরাসরি ভোটের মাধ্যমে ভোটদান শেষে ফলাফল ঘোষিত হয়েছে। আনন্দঘণ পরিবেশে সকাল থেকে বিকাল পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ। বহু বছর পর স্বনামধণ্য এই বিদ্যালয়ে পরিচালনা কমিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

লাউর ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর কে.জি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন পুরুষ প্রার্থী এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করেন।এর মধ্যে দাতা সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাউর ফতেহপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক ডা: মিজানুর রহমান।
নির্বাচনে ৫ জন বিজয়ী হয়েছেন।
যারা নির্বাচিত হলেন
মোঃ শাহীন আহম্মেদ ৩২৭ ভোট পেয়ে ১ম,বাছির উদ্দিন ২৪১ ভোট পেয়ে ২য়,মিজানুর রহমান ২২৮ ভোট পেয়ে ৩য়, মোখলেছুর রহমান ১৯২ ভোট পেয়ে ৪র্থ ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে ইভা আক্তার ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারন শিক্ষক সদস্য হিসেবে বায়েছ মিয়া, আবুল হোসেন এবং সংরক্ষিত নারী শিক্ষক পদে হাজেরা বেগম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক সমাজ সেবা অফিসার অফিসার মোহাম্মদ পারভেছ আহামদ।
ফতেহপুর কে.জি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভোটার সংখ্যা ৬১০। ভোট দিয়েছে ৫০৪ জন ভোটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ