প্রীতি ফুটবল ম্যাচ খেলতে লাউর ফতেহপুর আসছেন ব্যারিস্টার সাঈদুল হক
এবার ব্যারিস্টার জাকির আহাম্মদের আমন্ত্রণে আগামী ১৬ সেপ্টেম্বর প্রীতি ফুটবল ম্যাচ খেলতে নবীনগরের লাউর ফতেহপুর মাঠে আসছেন সামাজিক সংগঠক ,তরুণ আইনজীবি,ভাইরাল তারকা ব্যারিস্টার সাঈদুল হক।
ঐতিহাসিক ফতেহপুর কমলা কান্ত -গুরুচরণ উচ্চ বিদ্যালয় মাঠে (লাউর ফতেহপুর), ফুটবল খেলায় অংশগ্রহণ করবেন ব্যারিস্টার সাঈদুল হক সুমন ফুটবল একাডেমী বনাম ব্যারিস্টার জাকির আহাম্মদ ফুটবল একাদশ।সবাইকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা।