মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

পৌনে ৩ লাখ টন পাম অয়েল রপ্তানির ছাড়পত্র দিলো ইন্দোনেশিয়া

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ৪, ২০২২
পৌনে ৩ লাখ টন পাম অয়েল রপ্তানির ছাড়পত্র দিলো ইন্দোনেশিয়া

অবশেষে ইন্দোনেশিয়ার পাম অয়েল রপ্তানি শুরু হয়েছে। গতকাল শুক্রবার ২ লাখ ৭৫ হাজার ৪৫৪ টন পণ্যটি রপ্তানি ছাড়পত্র ইস্যু করেছে দেশটি। ইন্দোনেশিয়ান বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ওকে নুরওয়ান এ তথ্য দেন।

তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর গত বৃহস্পতিবার পাম অয়েল রপ্তানি শুরু করে ইন্দোনেশিয়া। প্রথম দিন ১ লাখ ৭৯ হাজার ৪৬৪ টন পণ্যটি রপ্তানির ছাড়পত্র দেয় দেশটি। অর্থাৎ দিনের ব্যবধানে রপ্তানি ছাড় বেড়েছে।

ওকে নুরওয়ান বলেন, ২১টি কোম্পানিকে পাম অয়েল রপ্তানির অনুমতি দেয়া হয়েছে। এর মধ্যে বেশিরভাগই পরিশোধিত, ব্লিচড ও ডিওডোরাইজড এবং ওলিনের জন্য।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৮ এপ্রিল পাম অয়েল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইন্দোনেশিয়া। দেশের অভ্যন্তরে জোগান ঠিক রাখতে এবং মূল্যবৃদ্ধির লাগাম টানতে এ পদক্ষেপ নেয় দেশটি।

এতে বিশ্বব্যাপী ভোজ্যতেলের দাম বেড়ে যায়। অবশ্য রাশিয়ার আগ্রাসনে ইউক্রেন থেকে সূর্যমুখীর তেল রপ্তানি বন্ধ হওয়ায় এক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ে।

পরে আন্তর্জাতিক চাপে ২৩ মে পাম অয়েল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ইন্দোনেশিয়া। তবে স্থানীয় পর্যায়ে সরবরাহ ঠিক রাখতে রপ্তানিকারকদের ওপর বিধিনিষেধ জারি করে দেশটি। দেশে পর্যাপ্ত মজুত রেখেই তা রপ্তানি করতে পারবেন তারা।

বিশ্বের শীর্ষ পাম অয়েল রপ্তানিকারক ইন্দোনেশিয়া। এরপরই রয়েছে মালয়েশিয়া। তবে শ্রমিক স্বল্পতার কারণে ভোজ্যতেলের দাম বাড়ার সুবিধা নিতে পারছে না মালয়েশিয়ান সরকার। ফলে আন্তর্জাতিক বাজারে একক আধিপত্য থাকছে ইন্দোনেশিয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ