আজও পাটুরিয়া ফেরিঘাটে পারের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক। নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলতে ব্যাহত হচ্ছে । যানবাহনের বাড়তি চাপ এবং নদীতে প্রবল স্রোতের ফলে, পাটুরিয়া ফেরিঘটে প্রতিদিন পণ্য বোঝাই ট্রাকের দীর্ঘ সারি তৈরি হচ্ছে।
পাটুরিয়া ফেরিঘাট জিরো পয়েন্ট থেকে প্রায় দুই কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে পাটুরিয়া ঘাটে প্রায় ৪০০ থেকে ৫০০ পণ্যবোঝাই ট্রাক, আটকে আছে,মহাসড়কেও অনেক জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীকে ট্রাক আটকে রাখতে দেখা গেছে । এছাড়া সকালে দূরপাল্লার পরিবহন এর চাপ না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দূরপাল্লার পরিবহনের দীর্ঘ সারি তৈরি হয় পাটুরিয়া ফেরিঘাটে।
এ ব্যাপারে পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ ডিজিএম জিললুর রহমান বলেছেন, নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি চলতে ব্যাহত হচ্ছে যার কারণেই এমন যানজট তৌরি হচ্ছে।পাটুরিয়া -দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মোট ১৭টি ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করছেন ফেরিঘাট কর্তৃপক্ষ।