নানা নাটকীয়তার পর অবশেষে পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইমরান খান দল পিটিআই’র প্রার্থী পারভেজ এলাহী। আজ বুধবার (২৭শে জুলাই) ভোরে রাজধানী ইসলামাবাদে তাকে শপথ পড়ান প্রেসিডেন্ট আরিফ আলভী।
দেশটির গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, শপথ গ্রহণের জন্য এলাহীকে নিয়ে আসতে বিশেষ উড়োজাহাজ পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট আলভি। এর আগে মঙ্গলবার রাতে দেশটির সুপ্রিম কোর্ট তাকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। এর ফলে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ তার পদ হারান।
উপনির্বাচনে জয়ের পর পাঞ্জাবের পার্লামেন্টে বেশির ভাগ আইনপ্রণেতা মুখ্যমন্ত্রী পদে পিটিআই সমর্থিত প্রার্থীকে ভোট দিলেও ডেপুটি স্পিকারের বিতর্কিত এক সিদ্ধান্তে ফল উল্টে যায়। মুখ্যমন্ত্রী হন হামজা শাহবাজ। এরফলে সিদ্ধান্ত বাতিলে উচ্চ আদালতে আবেদন করে ইমরান খানের দল পিটিআই।