শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

পাকিস্তানে ৩০ বছরে মূল্যস্ফীতি সর্বোচ্চ

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ১, ২০২২

পাকিস্তানে চলতি জুনে দিনের ভিত্তিতে মূল্যস্ফীতির হার ২১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ২০০৮ সালের পর যা সর্বোচ্চ। পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধির জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার (১ জুলাই) পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (পিবিএস) প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জিও টিভির রিপোর্টে বলা হয়, মাসিক ভিত্তিতে দেশটিতে মূল্যস্ফীতি বেড়েছে ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২১-২২ অর্থবছরের সবশেষ মাসে (মে) এ হার ছিল ৬ দশমিক ৩ শতাংশ। আগের মাসের চেয়ে যা শূন্য দশমিক ৪ শতাংশ বেশি।

পিবিএসের তথ্য অনুসারে, কনজ্যুমার প্রাইস সূচকভিত্তিক (সিপিআই) মূল্যস্ফীতির হার শহর অঞ্চলে ১৯ দশমিক ৮ শতাংশ বেড়েছে। গ্রামাঞ্চলে তা বৃদ্ধি পেয়েছে ২৩ দশমিক ৬ শতাংশ।

পাকিস্তানের আরিফ হাবিব লিমিটেডের বিশ্লেষক সানা তৌফিক বলেন, মূলত তিন খাতে মূল্যস্ফীতি বেড়েছে। সেগুলো হলো খাদ্য, পরিবহন এবং হাউজিং ও ইলেক্ট্রিসিটি। সাধারণত, চার কারণে এ দশার মুখোমুখি হতে হচ্ছে। যেগুলো হলো-নিম্ন বেস প্রভাব, জ্বালানি পণ্যে ভর্তুকি প্রত্যাহার, বিদ্যুতে শুল্ক বৃদ্ধি এবং ক্রমবর্ধমান খাদ্যপণ্যের মূল্য।

তিনি বলেন, বাজারে প্রত্যাশার চেয়েও মূল্যস্ফীতির হার বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ