শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৬, ২০২২

আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। রবিবার (২৬ জুন) তথ্য অধিদপ্তর থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

সেতু বিভাগের বরাত দিয়ে তথ্য অধিদপ্তর থেকে জানানো হয়, আগামীকাল ২৭ জুন (সোমবার) ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার।

সরকারী ও বেসরকারী টেলিভিশনসহ অন্যান্য গণমাধ্যমে বিষয়টি প্রচার করার জন্য অনুরোধ করা হয় এই সংক্রান্ত তথ্য অধিদপ্তরের প্রচারপত্রে।

এর আগে রোববার (২৬ জুন) রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে দুজন মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া যায়। তবে পদ্মা সেতুর কোন জায়গায় দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। তাদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। খোঁজ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ