মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

নিবন্ধন করেও টিকা পাননি এক কোটি ৬৮ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : নভেম্বর ৭, ২০২১

নিবন্ধন করেও করোনা প্রতিরোধী টিকা পাননি এক কোটি ৬৮ লাখেরও বেশি মানুষ। এর মধ্যে পঞ্চাশোর্ধ্ব রয়েছেন ৫২ লাখের মতো।

রোববার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত টিকা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

অধিদফতর বলছে, টিকার জন্য দেশে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৬ কোটি ১৫ লাখ ৬৮ হাজার ৬১০ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধন করেছেন ৬ কোটি ৬ লাখ ৭২ হাজার ৮৭৭ জন। আর পাসপোর্ট দিয়ে নিবন্ধন করেছেন ৮ লাখ ৯৫ হাজার ৭৩৩ জন।

নিবন্ধনকারীদের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৭০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৮ লাখ ৭১ হাজার ২২ জন। তবে এখনও টিকা কর্মসূচির বাইরে রয়েছে এক কোটি ৬৮ লাখ ৮০ হাজার ৫৪০ জন মানুষ।

এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিতে যারা নিবন্ধন করেছেন, তাদের প্রথম ডোজ আগে নিশ্চিত করে যথাযথ সময় দ্বিতীয় ডোজের ব্যবস্থা করতে হবে।

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসটেম (এমআইএস) শাখার পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, আমাদের টিকা কেন্দ্রগুলোতে সক্ষমতার তুলনায় অধিক সংখ্যক মানুষ নিবন্ধন করায় কিছুটা দেরি হচ্ছে। টিকা নিবন্ধনের বয়স কমিয়ে আনার পর থেকেই ব্যাপক হারে নিবন্ধন হচ্ছে।

তিনি বলেন, যে কেন্দ্রে দৈনিক ২০০ জনের টিকা দেওয়ার সক্ষমতা, সে কেন্দ্রে দৈনিক নিবন্ধন হচ্ছে হাজারেরও বেশি। এ অবস্থায় কিছুই তো করার নেই। যারা নিবন্ধন করেছেন, তারা সবাই টিকা পাবেন। পর্যায়ক্রমে সবারই এসএমএস আসবে। এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ