করোনায় ১ জন আক্রান্ত হওয়ায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন মঙ্গলবার (১৭ আগস্ট) দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন। বুধবার থেকে এ লকডাউন শুরু হয়ে ৩ দিন চলবে। খবর বিবিসির।
একমাত্র সেই করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটির অন্যতম বড় শহর অকল্যান্ডে। রোগীটি করোনার ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে।
সারাদেশে তিন দিনের জন্য লকডাউন ঘোষণা করা হলেও অকল্যান্ডে সপ্তাহব্যাপী লকডাউন জারি করা হয়েছে। করোনা রোগী শনাক্ত হওয়ায় এর আগে অকল্যান্ডে একাধিকবার লকডাউন দেওয়া হয়। এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯২৬ জন।