রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় বহুতল ভবন ধস, নিহত ৩ নিখোঁজ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : নভেম্বর ২, ২০২১

নাইজেরিয়ার রাজধানী লাগোসে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসের ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভবনটির ভেতরে আরও ১০০ জনের মতো নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

দেশটির বাণিজ্যিক রাজধানী লাগোসে সোমবার ভবনটি ধসে পরে। নির্মাণ শ্রমিকরা কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মঙ্গলবার (২ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানােনো হয়।

সোমবার রাত থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করার পাশাপাশি কয়েকজনকে জীবিত বের করে আনা হয়। উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছেন। ইকোয়ি এলাকার সমৃদ্ধশালী ওই স্থানে একই ধরনের অনেক ভবন নির্মাণাধীন রয়েছে। শ্রমিকরা জানিয়েছেন, ভবনটি ধসে পড়ার সময় সেখানে একশোর মতো লোক কাজ করছিল।

উদ্ধারকর্মীরা জেনারেটর চালিত ফ্লাড লাইট ব্যবহার করে ধ্বংসস্তূপ খনন করতে খনন যন্ত্র ব্যবহার করছে। এসময় দেখা যায়, উদ্ধার করা মরদেহটি একটি ভ্যানে রাখা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা শ্রমিকদের হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াতে প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। কারণ দেশটিতে আইন-কানুন দুর্বলভাবে প্রয়োগ করা হয় ও প্রায়ই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয় ভবন নির্মাণের ক্ষেত্রে।

লাগোস রাজ্য সরকার জানিয়েছে, ধসে পড়া ভবটি ২২তলা বিশিষ্ট। কর্তৃপক্ষ আশপাশের ভবনগুলোর কোনো ক্ষতি হয়েছে কিনা তা যাচাই বাছাই করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ