নবীনগরের সাড়া জাগানো সংগঠন নবীনগর অনলাইন একটিভিস্ট ফোরাম নোয়াফের আজ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নোয়াফ আজ ২২ জুলাই বুধবার সীমিত আকারে ঘরোয়া কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
জানা গেছে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে নোয়াফ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে সংগঠনটির সভাপতি শফিকুল ইসলাম বলেন আমরা আজ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবো।এছাড়া আগামী পহেলা জুলাই আমরা নোয়াফ সদস্যদের নিয়ে একটা বড় অনুষ্ঠান করার ইচ্ছে আছে।তিনি আজকের অনুষ্ঠানে সকল সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন।