সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় যারা আটকা পড়েছে তাদেরকে ধৈর্য্য ধরতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আপনাদের সবাইকে উদ্ধার করা হবে। ইতোমধ্যে সেনাবাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে। স্পিড বোট এবং নৌকা সংগ্রহ করে সবাইকে উদ্ধার করা হচ্ছে।
শুক্রবার (১৭ জানু) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমরা সব প্রস্তুতি গ্রহণ করেছি। পর্যাপ্ত খাবার মজুদ আছে। তবে যাদের খাবার রান্না করার সুযোগ আছে তাদেরকে খাবার রান্না করে নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান মন্ত্রী।
এ কে আব্দুল মোমেন বলেন, বন্যা পরিস্থিতি মধ্যে আমরা এসএসসি পরীক্ষা নিয়ে দুঃচিন্তায় ছিলাম। কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় আপাতত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির ফলে যে মহা সমস্যার সৃষ্টি হয়েছে তার সার্বিক পরিস্থিতি আমাদের প্রধানমন্ত্রী, ত্রাণ মন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সার্বক্ষণিক খবর রাখছেন। এছাড়া অন্যান্য প্রশাসন কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ আশা করছি অতিদ্রুত পানি চলে যাবে।