করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়াল ২৩ হাজার ৯৮৮। উক্ত সময়ে নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ৩৩০। নতুন রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৮৫। পরীক্ষা বিবেচনায় ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ৬৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর শনিবার প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছে, এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৪ লাখ ১২ হাজার ২১৮ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। উদ্বেগ থাকলেও প্রথম কয়েক মাসে ভাইরাসটি সেভাবে ছড়ায়নি। গত শীতে দ্বিতীয় ঢেউ আসার উদ্বেগ থাকলেও সংক্রমণ ও মৃত্যু- দুটোই কমে আসে।
একপর্যায়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ শতাংশের নিচে নেমে যায়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবেচনায় মহামারি নয়, নিয়ন্ত্রিত পরিস্থিতি। তবে গত মার্চের শেষ সপ্তাহ থেকে শনাক্তের হার আবার বাড়তে থাকে।