বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

দিনের ৫ শতাংশের বেশি সময় ফোন ব্যবহার করবেন না : মার্টিন কুপার

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ৪, ২০২২

তিনি মার্টিন কুপার। বিজ্ঞান জগতে বেশ পরিচিত একটি নাম। আর হবে নাই বা কেন! প্রথম ‘ওয়ারলেস ফোন’ আবিষ্কার করে গোটা বিশ্বকে তিনি যে চমকে দিয়েছিলেন। বিংশ শতাব্দীর সত্তরের দশকে তৈরি ‘মটোরোলা ডাইনাট্যাক ৮০০০এক্স’ নামক মোবাইলটিই বিশ্বের প্রথম মোবাইল।

এই ওয়ারলেস ফোনটি দিয়ে যে যাত্রা শুরু হয়, তা আজ গোটা দুনিয়াকেই আমূল বদলে দিয়েছে। সেই মোবাইল ফোনের অন্যতম স্রষ্টা মার্টিন কুপারই নিজেই দিনের মাত্র ৫ শতাংশেরও কম সময়ের জন্য ব্যবহার করেন স্মার্টফোন । তিনি বলেন, ‘জীবনটাকে উপভোগ করতে হবে। তার জন্য দরকার মোবাইল ফোনের ব্যবহার কমানো।’

আমেরিকার শিকাগোর বাসিন্দা মার্টিন বরাবর চেয়েছিলেন, সেলফোন হবে মানুষের একদম ব্যক্তিগত একটা জিনিস। এই ফোনে একটা নম্বর ডায়াল করে কোনও বিশেষ জায়গা নয়, শুধু মাত্র এক জন বিশেষ ব্যক্তির সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হবে। সম্প্রতি তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে একটি সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে বলেন, ‘আমি দিনে পাঁচ শতাংশেরও কম সময় মোবাইল ব্যবহার করি। ’যাঁরা দিনে পাঁচ শতাংশের বেশি সময় মোবাইল ঘেঁটে কাটিয়ে দেন, তাঁদের উদ্দেশে মার্টিন কুপার বলেন, ‘জীবনকে উপভোগ করতে শিখুন। সেই জন্য মোবাইলের ব্যবহার কমান।’

১৯৭৩ সালের ৩ এপ্রিল প্রথম মোবাইল আবিষ্কার করেন মার্টিন কুপার। সেই দিনের কথা মনে করে তিনি বলেন, ‘ফোনটা আড়াই পাউন্ড ওজনের ছিল। আর তার দৈর্ঘ ছিল প্রায় ১০ ইঞ্চি লম্বা। এক বার চার্জ দিয়ে কথা বলা যেত ২৫ মিনিট। আর সেই মোবাইল চার্জ হতে সময় লাগত প্রায় ১০ ঘণ্টা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ