বিদ্যুতের দাম বাড়নোর প্রক্রিয়া চূড়ান্ত করেছে সরকার। এনার্জি রেগুলেটরি কমিশন শিগগিরি দাম বাড়ানোর বিষয়ে ঘোষণা দেবে বলে জানিয়েছেন বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেই সাথে গ্যাসের দাম বাড়ানোরও আভাস দেন তিনি। আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে সরকার তেলের দাম বাড়ানোর কথা ভাবছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী।
বিদ্যুত পরিস্থিতি ও সমসাময়িক প্রসঙ্গে আজ শুক্রবার (৫ই আগস্ট) নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এসময় জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি।
আগামী অক্টোবর নাগাদ কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্রসহ সহ বেশ কয়েকটি বিদ্যুত কেন্দ্র উৎপাদনে আসতে পারে জানিয়ে বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, তখন পরিস্থিতি স্বাভাবিক হবে। আস্তে আস্তে লোডশেডিংয়ের সময়সীমা কমিয়ে আনা হবে বলেও জানান তিনি।
এসময় তিনি জানান, বিদ্যুতের দাম বাড়ানোন প্রক্রিয়া চূড়ান্ত হয়ে আছে। এখন শুধু ঘোষণার অপেক্ষা। তবে মানুষের উপর চাপ যাতে না পড়ে, সেজন্য সহনীয় পর্যায়ে দাম বাড়ানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উর্ধ্বমুখি হওয়ায় হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। তাই আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে সরকার তেলের দামে সমন্বয় করার কথা ভাবছে বলেও জানান তিনি। সেইসাথে গ্যাসের দাম বাড়ানোরও আভাস দেন।
জ্বালানির বিকল্প উৎস হিসেবে কয়লা উত্তোলন বাড়ানোর বিষয়ে সরকার বিশেষজ্ঞদের সাথে নিয়ে কাজ করছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী।