তিনটি লক্ষ্য পূরণের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ পাওয়া গভর্নর আবদুর রউফ তালুকদার। মঙ্গলবার (১২ জুলাই) বিকালে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
গভর্নর আবদুর রউফ তালুকদার তার প্রধান লক্ষ্যগুলোর বিষয়ে বলেন, নিত্যপণ্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে চান, ডলারের বিপরীতে টাকার মূল্য ধরে রাখতে চান, পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে চান।
তিনি বলেন, ‘এখন মূল্যস্ফীতি যে পর্যায়ে এটা বাজারে অতিরিক্ত টাকার সরবরাহের কারণে আসেনি বরং আমদানি করা পণ্যের মূল্য বেশি সে কারণে এসেছে। আমার দ্বিতীয় লক্ষ্য হলো এক্সচেঞ্জ রেটকে একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসা। সাধারণত এক্সচেঞ্জ রেট নির্ভর শর্ট টার্মে কত ইনফ্লো হলো আর কত আউটফ্লো হলো তার ওপর। যেহেতু বর্তমানে আমাদের আদানির পরিমাণ বেশি সে কারণে আমাদের টাকা এডজাস্ট করতে হচ্ছে। অতএব এটা ঠিক করাই হবে আমার কাজ।’
তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারির সময়ে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার দাঁড়িয়েছিল। অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যেও বলেছেন, গম, গ্যাস, সারের মতো আটটি পণ্য একই পরিমাণ আমদানি করতে আমাদের ৯ বিলিয়ন ডলার বেশি খরচ করেছি। সেকারণে রিজার্ভের ওপর চাপ পড়েছে। সেটা ঠিক করা আমাদের তৃতীয় দায়িত্ব।’
ব্যাংকের বেঁধে দেওয়া সুদহার তুলে নেওয়া হবে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্যাপ উঠে গেলেই যে সুদের হার কমবে, এমনটি নয়। আমরা বিনিয়োগ বাড়াতে চাই, প্রয়োজনীয় পণ্য আমদানিও করতে চাই। অর্থাৎ আমাদের লক্ষ্য হলো সাপ্লাইচেইন ঠিক রেখে ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের অর্থবিভাগ একসঙ্গে কাজ করলে এটা সম্ভব হবে। লেডিং রেটে ক্যাপ আছে কিন্তু ডিপোজিটে ক্যাপ নেই। লেডিং রেটে যে ক্যাপ আছে এটার বিষয়ে দুই বছর আগে নির্ধারণ করা হয়েছিল। এবিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সিদ্ধান্ত নিবেন।’