মহাসড়ক ও এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এ নিষেধাজ্ঞার মধ্যে যারা অতিপ্রয়োজনে মোটরসাইকেল নিয়ে গ্রামে যেতে চান তাদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মো. ফারুক হোসেন জানিয়েছেন, মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও বিশেষ প্রয়োজনে অনুমতি দেওয়া হবে।
তিনি বলেন, যারা অতিপ্রয়োজনে বাইক নিয়ে গ্রামে যেতে চান তাদের জন্য পাস নিতে হবে। এটি নিতে হবে ঢাকা মহানগরীর তিনি যে এলাকায় বসবাস করেন সে এলাকার ট্রাফিক ডিসির কার্যালয় থেকে। সেখানে যৌক্তিক কারণ দেখিয়ে পাস নেওয়া যাবে।
তিনি আরও বলেন, পদ্মাসেতু এবং লঞ্চে মোটরবাইক চলাচল নিষিদ্ধ করা হয়েছে ঈদ যাত্রায়। তাই বাইকররা যদি এই ভোগান্তি নিয়ে যেতে চান সেক্ষেত্রে যাওয়ার অধিকার তার রয়েছে। আমরা শুধু আইনগত দিক এবং কেউ যাতে রাইডশেয়ারিং করতে না পারে সেগুলো যাছাই করবো।