সারাদেশে এইডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৩০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের দিন বুধবার ২৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানায়। নতুন আক্রান্তদের ২৮৪ জনই ঢাকা মহানগরীর, ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয় ৪৬ জন। অগাস্ট মাসে এই মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৬৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে আসে। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৩৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে জুলাই থেকে রোগী বাড়ায় গত দুই মাসেই ৪৮ জন মারা যায় ডেঙ্গুতে। চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১০ হাজার ৯৮১ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৯ হাজার ৬৬৮ জনই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ১ হাজার ২৬২ জন। ২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিল।
পরের বছর তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল।