যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে মালয়েশিয়ার মুদ্রার মান বেড়েছে। শুক্রবার (২৪ জুন) বৈদেশিক মুদ্রাবাজারে প্রতি মার্কিন মুদ্রা ৪ দশমিক ৪০১০/৪০৪৫ রিঙ্গিতে বিক্রি হয়েছে। যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল মালয়েশিয়ান মুদ্রার বিনিময় হার বেড়েছে। আগের দিন বৃহস্পতিবার এক ডলারের মূল্য ছিল ৪ দশমিক ৪০৪৫/৪০৭৫ রিঙ্গিত। শুক্রবার এক ডলারের দর দাঁড়ায় ৪ দশমিক ৪০১০/৪০৪৫ রিঙ্গিতে।
এক বিশেষজ্ঞ বলেন, গতকাল মালয়েশিয়ার স্থানীয় বাজারে দেশটির মুদ্রার চাহিদা ছিল ব্যাপক। এছাড়া তেলের মূল্য স্থিতিশীল রয়েছে। ফলে ডলারের বিপরীতে রিঙ্গিতের মান উঠেছে। বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে মালয়েশিয়ার কারেন্সির দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
তবে পাউন্ডের বিপরীতে রিঙ্গিতের মান কমেছে। প্রতিটি ব্রিটিশ মুদ্রা বিকিয়েছে ৫ দশমিক ৪১২৮/৪১৭১ মালয়েশিয়ান মুদ্রায়। পাশাপাশি সিঙ্গাপুরের ডলার এবং জাপানের ইয়েনের বিরুদ্ধে রিঙ্গিতের দরপতন হয়েছে।