রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

ডক্টর ইউনূসসহ দেশের উন্নয়নে ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি মন্ত্রীদের

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৯, ২০২২

ড. ইউনূসসহ প্রত্যক্ষ-পরোক্ষভাবে দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিচার ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মনে করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। ‌‘পদ্মা সেতু: সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা’ শীর্ষক সম্প্রীতি বাংলাদেশের গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন ।

শ ম রেজাউল করিম বলেন, পদ্মা সেতুর উদ্বোধনে পাকিস্তান অভিনন্দন জানালেও, তাদের অনুসারীরা প্রশংসা করতে পারছে না। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মা সেতুর মাধ্যমে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন শেখ হাসিনা। বাংলাদেশের সক্ষমতা যে বেড়েছে তা আজ প্রমাণিত। এই সেতুর সৌন্দর্য ব্যাহত হয় এমন কিছু করা ঠিক হবে না বলেও স্মরণ করিয়ে দেন তিনি।

সংষ্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, সমালোচক অবিবেচক ষড়যন্ত্রকারীরা থাকবেই। কিন্তু শেখ হাসিনা ঝুঁকি নেন বলেই দেশ এতোদূর এগিয়ে এসেছে। শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, ভূরাজনৈতিক মেরুকরণ বা সমীকরণেও এই সেতুর কারণে বাংলাদেশের গুরুত্ব অনেক বাড়বে বলে মন্তব্য করেন আলোচকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ