দেশের বিভিন্ন এলাকায় অব্যাহতভাবে বৃষ্টি হচ্ছে। শনিবার দেশের আট বিভাগেই বৃষ্টি হয়েছে। এরমধ্যে সিলেটে সর্বোচ্চ ২৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি এই অঞ্চলের আবহাওয়ার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশে আরও অন্তত দু’দিন বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে।
এদিকে, টানা বর্ষণে চট্টগ্রাম মহানগরীর বেশ কিছু এলাকা ডুবে গেছে। সড়ক, আবাসিক এলাকা থেকে শুরু করে হাসপাতালেও জমেছে হাঁটু পানি। আবার জোয়ারের সময় পানি উপচে নিচু সড়কগুলোতে জলাবদ্ধতা তৈরি করছে। টানা বৃষ্টির কারণে আবারো পাহাড় ধসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।